সিরাজুল ইসলাম, শ্যামনগর: সাতক্ষীরায় ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যয় হয়ে পড়েছে। বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ভোর থেকে সূর্যের দেখা মেলেনি। জীবন ও জীবিকার তাগিদে ঘর থেকে বের হয়েছেন অনেকে।
মঙ্গলবার (৮ জুলাই) ভোর থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে। সরজমিনে সাতক্ষীরা তালা উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, বৈরী আবহাওয়ার প্রভাবে ভোর থেকেই ভারি বৃষ্টি শুরু হয়। এরমধ্যেও নিম্ন আয়ের মানুষ তাদের কাজে বের হন। দোকানপাটসহ হোটেল, রেস্টুরেন্টগুলোতে মানুষের তেমন উপস্থিতি দেখা যায়নি।
অনেকেই দোকান খুলে অলস সময় কাটাচ্ছেন। ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামের ভ্যান চালক মোক্তার আলী বলেন, ভোরে বৃষ্টিতে বের হয়েছি ভাড়া হয়নি, টুকটাক চালিয়ে ৯০ টাকা আয় হয়েছে। পাটকেলঘাটা বাজারের মাছ ব্যবসায়ী শ্যামল দাস বলেন, আমি সকালে মাছের কাটায় মাছ পাইকারী কিনতে গিয়ে দেখি বৃষ্টির কারণে মাছ তেমন আসেনি। তাই আমিও মাছ ক্রয় করিনি।
কুমিরা ইউনিয়নের জবানন্দকাটি গ্রামের বাসিন্দা মো: সিদ্দিকুর রহমান বলেন, বাজার করার জন্য বৃষ্টিতে বের হয়েছি। বাজারে তেমন কোন লোক দেখা যায়নি। সুজন সাহা গ্রামের মটর সাইকেল চালক মোঃ আতিয়ার রহমান বলেন, বৃষ্টির কারণে মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হয়নি। মোটর সাইকেল চালাক মোঃ আব্দুল্লাহ বলেন, সকালে গাড়ি নিয়ে রাস্তায় এসেছি কোন ভাড়া পায়নি।
একই কথা বলেন মটর সাইকেল চালাক আসাদুল। পাটকেলঘা কোমলপুর খেয়াঘাট ঘাটের ইজারাদার মোঃ আজীবর বলেন, বৃষ্টির কারণে সকাল থেকে লোকজন পারাপার খুব কম হচ্ছে। পাটকেলঘাটা বাজারের কসমেটিক ব্যাবসায়ী মোঃ আলামিন হোসেন বলেন, বৃষ্টির কারণে দোকানে বেচা কেনা তেমন হয়নি। লোকজন তেমন আসেনি।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত