
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় জেলা পরিষদের মালিকানাধীন মধুমিতা পার্কের জমিতে অবৈধভাবে গড়ে তোলা উপজেলা আওয়ামী লীগের অফিস মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে বুলডোজার দিয়ে উচ্ছেদ করা হয়েছে।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী। পাশাপাশি উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও।
মধুমিতা পার্কটি পাইকগাছা পৌরসভার কেন্দ্রস্থলে অবস্থিত। এখানে মিষ্টি পানির একটি পুকুর আছে, যা এলাকাবাসীর মধ্যে ‘মিষ্টি পুকুর’ নামে পরিচিত। ১৯৮০ সালে স্থানীয় প্রশাসন পুকুর সংরক্ষণ ও পার্কের উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ দিয়ে প্রাচীর, রাস্তা, বেঞ্চ ও ঘাট নির্মাণ করে। পরে পার্কে ফল ও ফুলের গাছ রোপণ করে এলাকার চিত্তবিনোদনের জন্য একটি মনোরম পরিবেশ তৈরি করা হয়।
যদিও হাইকোর্ট মধুমিতা পার্কের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করার নির্দেশ দিয়েছিলেন, উপজেলা আওয়ামী লীগের অফিস দীর্ঘদিন বহাল ছিল। স্থানীয় সংরক্ষণ কমিটি বহুবার প্রতিবাদ ও আবেদন করেও কার্যকর ফল পায়নি। অবশেষে মঙ্গলবার আদালতের নির্দেশানুসারে উচ্ছেদ অভিযান সম্পন্ন করা হলো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, “আদালতের নির্দেশ মোতাবেক মধুমিতা পার্কের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। এখন থেকে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।”

