জন্মভূমি রিপোর্ট
নগরীতে বড় ভাই রুবেল শেখের লাঠির আঘাতে ছোট ভাই পারভেজ শেখের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার রাতে নগরীর খানজাহান আলী থানার মশিয়ালী মিনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তারা দুই ভাই ওই এলাকার শাহিদুল শেখের ছেলে। বৃহস্পতিবার সকালে খানজাহান আলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনা নিশ্চিত করে জানান, বুধবার রাত বারোটার দিকে পারিবারিক ঝগড়ার একপর্যায়ে পারভেজ শেখ তার স্ত্রীকে মারধর করছিলেন। এ সময় বড় ভাই রুবেল শেখ ঠেকাতে গিয়ে ছোটভাইকে বাঁশের চটা দিয়ে আঘাত করে। তাতেই ছোটভাই পারভেজের মৃত্যু হয়। নিহত পারভেজের মরদেহ ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত