সামাজিক অবক্ষয়ের সবচেয়ে বিপন্ন অবস্থায় দেশের অর্ধাংশ নারী সমাজ। বিভিন্ন সময় নাজেহাল হওয়া থেকে শুরু করে মানসম্মান নিয়ে বেঁচে থাকাটাও দায় হয়ে পড়ে অনেক কিশোরী-তরুণীর। রাস্তাঘাটে উত্ত্যক্ত করাই শুধু নয়, বরং নানা রকম ভয়ভীতি প্রদর্শন করে একটি অসহায় মেয়েকে সঙ্কটের আবর্তে ফেলে দিতে উচ্ছৃঙ্খল যুবকদের একটুও বাধে না। অকারণে, অপ্রয়োজনে প্রেমের প্রস্তাব দেয়া ছাড়াও পছন্দমাফিক উত্তর না পাওয়ার দাম চুকাতে হয় মেয়ে হয়ে জন্মানোর অপরাধে। ‘জন্মই আমার আজন্মের পাপ’ এমন ব্যঙ্গাত্মক বার্তা এদেশের বিপন্ন মেয়েদের হরহামেশাই বিপদের মুখে ঠেলে দেয়। তথ্যপ্রযুক্তির বলয়ে সাইবার অপরাধের সিংহভাগ শিকার হয় অপেক্ষাকৃত দুর্বল ও পিছিয়ে পড়া মেয়েরা। বাংলাদেশ জোর কদমে সামনের দিকে নিরন্তর এগিয়ে যাচ্ছে। অর্ধাংশ নারী সমাজও সমানতালে নিজেদের অংশীদারিত্ব প্রমাণ করতে মোটেও পেছনের দিকে তাকাচ্ছে না। তেমন সুফল পাওয়া চিত্রও গণমাধ্যমে উঠে আসছে। পাশাপাশি উন্নয়নশীল রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় হরেক রকম দুর্যোগও মাথাচাড়া দিয়ে ওঠার ঘটনাও অনেককে বিড়ম্বনার আবর্তে ফেলে দেয়। তেমন দুঃসময়ের যাত্রাপথে মেয়েদের অবস্থা হয় সব থেকে শোচনীয় এবং ন্যক্কারজনক। এমন সব সঙ্কট মোকাবেলায় ৯৯৯ কল সেন্টারটি একটি আবশ্যকীয় যোগাযোগ মাধ্যম। উপস্থিত যে কোন বিপদ আপদ থেকে রক্ষা পেতে এই ৯৯৯-তে ফোন করে সঙ্কটময় পরিস্থিতি থেকে ত্রাণ পাওয়াও কল সেন্টারটির বিশেষ কর্মযোগ। জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন কলটি সচেতন দায়বদ্ধতায় বিপর্যস্ত মানুষকে উদ্ধার করে নিরাপত্তার আশ্বাসে তার পরিধিকে সব সময় উন্মুক্ত রাখে। রাজশাহীর গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নের মালমপাড়া এলাকা থেকে ৯৯৯-তে একটি কল আসে। ফোন পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হলে একটি অসহায় তরুণী সম্মুখ বিপর্যয় থেকে বেঁচেও যায়। ঘটনার বিবরণে জানা যায়, এলাকার এক তরুণীকে রাস্তায় বের হলেই কতিপয় বখাটে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। এবারের ঘটনাটি অভিনব ও চমকপ্রদ। সরাসরি মেয়েটির গায়ে হাত না দিয়ে পানি ও তেলপড়া ছুড়ে তাকে বশীভূত করার ভিন্নমাত্রার উত্ত্যক্তের ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দীর্ঘদিন এমন অপ্রীতিকর ঘটনাকে মোকাবেলা করছিল অসহায় মেয়েটি। গত রবিবারে একইভাবে পানি ও তেলপড়া ছুড়ে মারতে গেলে মেয়েটি সজোরে চিৎকার শুরু করে দেয়। আশপাশে লোকজনের ভিড়ও জমে যায়। সুযোগ পেয়ে মেয়েটি ৯৯৯-তে ফোন করে। সংশ্লিষ্ট পুলিশ ঘটনাস্থলে খুব তাড়াতাড়ি পৌঁছে তরুণীকে বিপদ হতে রক্ষা করে। জড়িত দুই বখাটের একজনকে পুলিশ আটক করতে সক্ষম হলেও অন্য জন পালিয়ে যায়। মূল কেন্দ্র ঢাকা থেকে প্রতিনিয়ত নজরদারি করা এই জরুরী কল সেবাটি ত্বরিত গতিতে তার কার্যক্রম শুরু করলে সংশ্লিষ্ট মেয়েটি বড় বিপদ থেকে রক্ষাও পায়। তাৎক্ষণিক বিচার আদালতে অপরাধীকে ৬ মাসের কারান্তরীণ এবং পাঁচ হাজার টাকার অর্থদ-ে দ-িত করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অপরাধ জগতকে সরাসরি মোকাবেলা করতে ৯৯৯ জরুরী সেবা কলটি উন্মুক্ত করে দিয়েছে। ফলে যেকোন সমস্যায় জড়িয়ে পড়া যে কাউকে রক্ষা করতে এই জরুরী সেবাদান প্রকল্পটি সব ধরনের দায়-দায়িত্ব সম্পন্ন করতে পারছে।