বিজ্ঞপ্তি : সোমবার অবৈধ তফসিল বাতিল ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির আহুত টানা ৪৮ ঘন্টার অবরোধ সমর্থনে দুপুর ১২টায় বিক্ষোভ মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয়। নগরীর জিলাস্কুল এলাকা থেকে শুরু হওয়া মিছিল সার্কিটহাউজ এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহবায়ক স ম আব্দুর রহমান, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, তৈয়বুর রহমান, শফিকুল ইসলাম হোসেন, এস এম শামীম কবির, একরামুল হক হেলাল, আশরাফুল আলম নান্নু, মো: মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, শামসুল আলম পিন্টু, এনামুল হক সজল, কে এম হুমায়ুন কবির (ভিপি হুমায়ুন), হাফিজুর রহমান মনি, মুর্শিদ কামাল, খাইরুজ্জামান জনি, মোল্লা ফরিদ আহমেদ, ইমাম হোসেন, মোল্লা সাইফুর রহমান, আবু সাঈদ হাওলাদার আব্বাস, আসাদুজ্জামান আসাদ, সিরাজুল ইসলাম লিটন, মতলেবুর রহমান মিতুল, আব্দুল ওহাব, সালাউদ্দিন মোল্লা বুলবুল, দেলোয়ার হোসেন, নাদিমুজ্জামান জনি, আব্দুল আজিজ সুমন, আব্দুল্লাহ আল কাফি শখা, জাবির আলী, মোল্লা আইয়ুব হোসেন, মোল্লা রিয়াজুল ইসলাম, এ্যাড কানিজ ফাতেমা আমিন, সেতারা বেগম, শাহনাজ সরোয়ার, সালমা বেগম, নিঘাত সীমা, মরিয়াম খাতুন মুন্নি, ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম বাচ্চু, শহিদুল ইসলাম, আজাদ আমিন, মিজানুর রহমান, আরিফ শেখ প্রমুখ।