
ডেস্ক রিপোর্ট : আদর্শ শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে ফেস্টুন উড্ডয়ন ও জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) গুণীশিক্ষক সংবর্ধনায় নবেন্দু বিশ্বাস ও উত্তম কুমার ঢালী এর সঞ্চালনায় ফুলেল শুভেচ্ছা, মরনত্তোর গুণগাঁথা পাঠ, অবসরোত্তর গুণীশিক্ষক সংবর্ধনা, অগ্রপথিক কৃতি সন্তান সংবর্ধনা ও সাংগঠনিক অনবদ্য অবদানের জন্য স্বীকৃতি স্বরুপ শুভেচ্ছা স্মারক, মানপত্র ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সভাপতি মিলন টিকাদার অগ্রপথিক সাচিয়াদহ প্রতিষ্ঠার লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন। এ আয়োজনে এই এলাকার গুণীশিক্ষক ও শিক্ষানুরাগীদের সংবর্ধিত করতে এবং অগ্রপথিক সাচিয়াদহ এর স্বপ্ন বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেছে।
সাচিয়াদহ গ্রামে বসবাসরত অবসরপ্রাপ্ত এবং আদর্শ শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজ এর সর্বমোট ২৩ জন অবসরপ্রাপ্ত গুণী শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ ফিরোজ শাহ বলেন, শিক্ষা হচ্ছে সমাজের দর্পণ স্বরুপ এবং শিক্ষক হচ্ছে তার অবিচ্ছেদ্য অংশ। আজ গুণীশিক্ষকদের মাঝে এসে আমার শৈশবের স্মৃতি স্মরণ হচ্ছে, আমার জীবনের আজকের পর্যায়ের উন্নতির জন্য গুণীশিক্ষকের অনবদ্য অবদান রয়েছে।
সভাপতিত্ব করেন ইউনিভার্সিটি অব গ্লোস্টারশায়ারের গেস্ট লেকচারার ও অগ্রপথিক সাচিয়াদহ সভাপতি ড. লিটন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক কৃষ্ণ পদ মণ্ডল, অধ্যাপক তারক চাঁদ ঢালী, তাজরীন সুরাইয়া মুনমুন, এ.বি.এম. সারোয়ার রাব্বী, সাইফুল শিক্ষক মন্ডলী, শিক্ষানুরাগী গণ্যমান্য ব্যক্তিবর্গ, অগ্রপথিক সদস্যবৃন্দ, ছাত্র-ছাত্রী ও সাংবাদিকবৃন্দ।

