
জন্মভূমি ডেস্ক : বাংলাদেশে কর্মরত অবৈধ বিদেশিরা ট্যাক্স ও ভ্যাট না দিয়ে দেশের টাকা পাচার করছে। তারা প্রতি বছর বাংলাদেশ থেকে ১০ দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার নিয়ে যাচ্ছে। ফলে বাংলাদেশের অর্থনীতি ক্রমান্বয়ে ধ্বংস হচ্ছে আর মানবাধিকার ও জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।
বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অবৈধ বিদেশি খেদাও আন্দোলন আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত দেড় দশকে বহু বিদেশি বাংলাদেশে অবৈধভাবে কর্মক্ষেত্র দখল করে রেখেছে। বর্তমানে ১০ লাখের বেশি অবৈধ বিদেশি শ্রমিক বাংলাদেশে বিভিন্ন কর্মক্ষেত্রে কাজ করছে। ফলে দেশের নাগরিকরা যোগ্যতা অনুযায়ী নিয়োগ থেকে বঞ্চিত হচ্ছে।
তিনি বলেন, যোগ্যতা অনুযায়ী নিয়োগ পাওয়া সাংবিধানিক অধিকার। গত দেড় দশকে বাংলাদেশে বেকার সমস্যা চরম আকার ধারণ করেছে। দেশে বর্তমানে বেকারত্বের হার ১২ শতাংশ। যা এ যাবতকালের সর্বোচ্চ।
সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি ও বাংলাদেশ সুপ্রিমকোর্টের সিনিয়র অ্যাডভোকেট মুহাম্মদ মহসিন রশিদ বলেন, আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলকে আহ্বান জানাব। বাংলাদেশের জন্য যা করা দরকার সেটাই আপনাদেরকে করতে হবে। আমি সবাইকে আহ্বান করব আপনারা এগিয়ে আসুন, আমাদের সঙ্গে যোগ দিন, সহায়তা করুন।