নওয়াপাড়া অফিস : জাতীয় দৈনিক একুশে সংবাদ পত্রিকার অভয়নগর প্রতিনিধি মাহাবুর রহমান জীবনের নিরাপত্তা চেয়ে গত শনিবার যশোর জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা বরাবর আবেদন করেছেন। আবেদনে তিনি উল্লেখ করেছেন, সাংবাদ প্রকাশের জের ধরে গত শুক্রবার সকাল সাড়ে এগারোটায় তার নিজ গ্রাম উপজেলার চলিশিয়া ফকির বাড়ির মোড়ে চারজন উঠতি বয়সী যুবক তার ওপর হামলা চালায়। এ সময় মাহবুবুর দৌড়ে পালিয়ে যাওয়া কালে মাটিতে পড়ে যায়। হামলাকারীরা মাহবুবুরকে হত্যার উদ্দেশ্যে গুলি করে কিন্তু অস্ত্র থেকে গুলি বের না হওয়ায় সে প্রাণে বেঁচে যান। এসময় মাহবুর মাটি থেকে উঠে দৌড়ে তার বাড়ি গেলে হামলাকারীরা তার পিছু-পিছু গিয়ে বাড়ির দরজায় লাথি মারে ও জীবনাশের হুমকি দেয়। বিষয়টা অভয়নগর থানা পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।