যশোর অফিস : যশোরের অভয়নগর সরখোলা ও ধলিরগাতিতে গ্রামে আলাদা দুটি ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সরখোলা গ্রামের আকরাম সরকারের ছেলে হুসাইন (৭) নিজ বাড়ির পিছনে পুকুর পাড়ে খেলা করার সময় পুকুরে পড়ে যায়। এ সময় শিশু হুসাইনের আপন জমজ ভাই ইয়াসিন হুসাইনকে পানিতে পড়ে যাওয়া দেখতে পেয়ে তার মাকে বিষয়টি জানালে তার মা ও আত্মীয়-স্বজন পুকুরে নেমে খোঁজাখুজি করে। পরবর্তীতে তারা পুকুর থেকে হুসাইনকে দ্রুত উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এদিকে দুপুরে অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ধলিরগাতী গ্রামের নুর জামানের ১৬ মাস বয়সী ছেলে নূর আবরার নিজ বাড়ির সামনে পুকুর পাড়ে খেলা করার সময় পুকুরে পড়ে যায়। পরবর্তীতে শিশু নুর আবরার এর আত্মীয়-স্বজন অনেক খোঁজাখুঁজি করে পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় পেয়ে তাকে পানি থেকে দ্রুত উদ্ধার করে। এরপর তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু নুর আবরারকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল কর্তৃপক্ষ অভয়নগর থানা পুলিশকে সংবাদ দিলে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ ব্যাপারে আলাদা দু’টি অপমৃত্যু মাম লা হয়েছে অভয়নগর থানায়।