নওয়াপাড়া অফিস : অভয়নগরে নাশকতা মামলায় বিএনপির ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শনিবার রাতে ও রোববার দিনভর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর উপজেলার যশোর-খুলনা মহাসড়কের মহাকাল এলাকায় ভৈরব ব্রিজসংলগ্ন তিন রাস্তার মোড়ে বিএনপি সমর্থিত নেতাকর্মীরা সমবেত হয়ে বিস্ফোরণ ঘটিয়ে যানবাহন ও রেল চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপি সমর্থিত ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করে। এ মামলায় ১০ জনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠিয়েছে পুলিশ। এছাড়া বিএনপি জামায়াতের আরো নয় জনকে আটক করেছে থানা পুলিশ। গত ৫ অক্টোবর রাত ১.২০ মিনিটে যশোর-খুলনা মহাসড়কে মহাকাল গ্রামে ভৈরব ব্রিজের পাশে বিএনপি ও জামায়াত উচ্ছশৃংল নেতা-কর্মী দুষ্কৃতকারীরা সমবেত হয়েছে বিস্ফোরণ ঘটায় এবং মোটরসাইকেলে আগুন দিয়ে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায়। রোববার নওয়াপাড়া স্টেশন বাজার এলাকা থেকে বিএনপির জামাতের নয় সদস্যকে আটক করে। পরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।