নওয়াপাড়া অফিস : যশোর-খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলার আলিপুর এলাকার রাজু ডিজিটাল স্কেলের পাশ থেকে মঙ্গলবার সকালে আনোয়ার সরদার (৪৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সড়কের পাশে উপুড় হয়ে পড়েছিলো তার লাশ। পথচারিরা লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশটি উল্টালে দেখা যায় তার মুখ দিয়ে রক্ত ঝরেছে। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
স্থানীয় আব্দুল গফুর জানান, আনোয়ার হোসেন ট্রাক ড্রাইভার ছিলো তার বাড়ি উপজেলার প্রেমবাগ গ্রামে। সে কয়েক বছর ধরে মানষিক ভারসাম্য হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো। আব্দুল গফুরের ধারনা উচ্চ রক্তচাপ জনিত কারণে তার মৃত্যু হতে পারে।
অভয়নগর থানার দায়িত্ব প্রাপ্ত অফিসার্স ইনচার্জ মিলন কুমার মন্ডল জানান, আনোয়ার সরদার নামের একজন মানষিক ভারসাম্যহীন রোগীর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোরে প্রেরণ করা হয়েছে। কিভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর বোঝা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।