নওয়াপাড়া অফিস
অভয়নগরে পায়রা ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি রবিউল ইসলামের ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলা চার জনের নাম ও অজ্ঞত আরো ২/ ৩ জনের সংশ্লিষ্টতা উল্লেখ করা হয়েছে। রবিউলের বড় ভাই আ: লতিফ বাদি হয়ে গত শুকওবার এ মামলা দায়ের করেন। থানার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকায় চুরি, ছিনতাইসহ নানা অপকর্মের প্রতিবাদ করায় গত ১৮ এপ্রিল বিকালে পায়রা গ্রামে একটি ওষুদের দোকানের সামনে লোহার রড ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে রবিউলকে উল্লেখিত আসামীরা রক্তাত্ত¡ জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় থানায় অভিযোগ করলে পুলিশের প্রাথমিক তদন্তে সত্য প্রমাণিত হওয়ায় থানায় মামলা গ্রহণ করা হয়। মামলা নং ২১। তারিখ ২৩/০৪/২০২১। থানার অফিসার ইনচার্য (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, মামলায় উল্লেখিত কোন আসামী এখনো কেউ গ্রেফতার হয়নি। আমরা আসামীদের গ্রেফতারের জন্য জোর চেষ্টা চালাচ্ছি।