শেখ হাসান আল মাহমুদ, শরণখোলাঃ দুবলারচরে শুটঁকি মৌসুমের শেষ পর্যায়ে অসময়ে সাগর উত্তাল। ছয়দিন যাবৎ মাছধরা বন্ধ রেখে হাজার হাজার জেলে অলস সময় পার করছেন। আর্থিক লোকসানের শংকায় জেলে মহাজন ও আড়ৎদাররা। ৮ এপ্রিল শুটঁকি মৌসুম শেষ হবে দুবলারচরে।
দুবলার আলোরকোল থেকে বুধবার দুপুরে, দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন আহমেদ মোবাইল ফোনে বলেন, মৌসুমের শেষে এসে দুবলারচরের মাছ শুঁটকিকরণ জেলেরা বৈরী আবহাওয়ার কবলে পড়েছেন। আকষ্মিকভাবে গত কয়েকদিন ধরে বঙ্গোপসাগরে প্রবল পশ্চিমা বায়ু বয়ে যাচ্ছে। সাগর উত্তাল হওয়ায় দুবলার আলোরকোল, মাঝেরকেল্লা, শেলারচর, নারিকেলবাড়ীয়ায় অবস্থানরত কয়েক হাজার শুটঁকি জেলে ৬দিন যাবৎ মাছ ধরা বন্ধ রেখে অলস সময় পার করছেন। মাছধরা বন্ধ থাকায় জেলে মহাজন ও আড়ৎদাররা আর্থিক লোকসানের সম্মূখীন হয়েছেন। এবারের শুটঁকি মৌশুমের শুরু থেকে ক্রমাগত জেলেরা সাগরে দূর্যোগের কবলে পড়েছেন ফলে লাখ লাখ টাকা বিনিয়োগ করে মহাজন আড়ৎদাররা দুশ্চিন্তায় আছেন । মৌসুমের এই সময়ে সাগরে এ ধরনের আবহাওয়া জেলেরা আগে কখনো দেখেনি বলে ফিসারমেন গ্রুপের সভাপতি জানান।
দুবলার আলোরকোল থেকে রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিন ফরাজী বলেন, গত ছয়দিন ধরে সাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। বঙ্গোপসাগরে প্রবল বেগে পশ্চিমা বাতাস বইছে। সাগরে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। দুবলারচরের কয়েক হাজার জেলে মাছধরা বন্ধ রেখে আলোরকোলসহ সুন্দরবনের বিভিন্ন খালে ট্রলার, নৌকায় আশ্রয় নিয়ে অলস সময় পার করছেন বলে মোতাসিন ফরাজী জানিয়েছেন। দুবলার মাঝেরকেল্লার জেলে আলাল মিয়া, নারিকেলবাড়ীয়ার জেলে বেলাল হোসেন, চান মিয়া ও শেলারচরের জেলে ছগির হোসেন বলেন, বর্তমানে দুবলারচরে দশ হাজারেরও বেশি জেলে অবস্থান করছেন। এদের প্রায় সকল জেলে মহাজনদের কাছ থেকে দাদন ( অগ্রিম টাকা) নিয়ে সাগরে মাছ ধরতে এসেছে।
শেলারচর ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার দিলীপ মজুমদার বলেন, কয়েক দিন ধরে সাগর উত্তাল থাকায় জেলেরা মাছ ধরা বন্ধ রেখে নৌকা ট্রলার নিয়ে খালের মধ্যে বসে আছে।
জেলেপল্লী দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মোঃ খলিলুর রহমান বলেন, এবারের শুঁটকি মৌসুমের শেষে জেলেরা সাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়েছেন। জেলেরা মাছ ধরতে না পারায় বনবিভাগ রাজস্ব হারানোর শংকায় রয়েছেন। আগামী ৮ এপ্রিল দুবলারচরের শুটঁকি মৌসুম শেষ বলে দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।
অসময়ে সাগর উত্তাল: দুবলারচরে মাছধরা বন্ধ

Leave a comment