পাইকগাছা অফিস : খুলনা জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং বিচার বিভাগের জন্য বিচারক আইনজীবী সবাই মিলে কাজ করতে হবে। সমাজের কোন মানুষ যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় সেদিকে লক্ষ রাখতে হবে। বিচার পাওয়া প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার উল্লেখ করে জেলা জজ চাঁদ মোহাম্মদ বলেন, চৌকি আদালত বিচার বিভাগের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে চৌকি আদালত সমাজের সবচেয়ে অবহেলিত তৃণমূল পর্যায়ের মানুষের আইনি সেবা নিশ্চিত করছে । তিনি বলেন, বিভিন্ন জায়গায় চৌকি আদালত রয়েছে। এধরণের আদালতের কার্যক্রম সম্পর্কে সবার ধারণা কম। মামলার সংখ্যা এবং বিচারিক কার্যক্রম প্রমাণ করেছে বিচার বিভাগের অন্যতম একটি বিচারিক প্রতিষ্ঠান। সুন্দরবন উপকূলীয় জনগোষ্ঠীর ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য পাইকগাছা আদালত সারাদেশের জন্য উদাহরণ হয়ে থাকবে। তিনি এ অঞ্চলের মানুষের উন্নত আইনি সেবা নিশ্চিত করতে চতুর্থ এবং অতিরিক্ত (যুগ্ম) জেলা জজ আদালত প্রতিষ্ঠা সময়ের দাবি উল্লেখ করে এ ধরনের আদালত প্রতিষ্ঠা এবং জেল খানা চালুর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর সুপারিশ করা হবে বলে আশ্বস্ত করেন সবাই কে। তিনি শুক্রবার দুপুরে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রে পাইকগাছা আইনজীবী সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জিএম আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি বৃন্দ বলেন, দুরত্ব এবং প্রত্যন্ত এলাকার মানুষের জীবন মান উন্নয়নে প্রস্তাবিত সুন্দরবন জেলা বাস্তবায়ন জরুরি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঝিনাইদহ সিনিয়র জেলা ও দায়রা জজ এবং অত্র আদালতের সাবেক সিনিয়র সহকারী জজ এমরান হোসেন চৌধুরী, বাগেরহাটের জেলা ও দায়রা জজ এবং অত্র আদালতের সাবেক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম, খুলনা মহানগর দায়রা জজ শরীফ হোসেন হায়দার, খুলনার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম, যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও অত্র এলাকার সাবেক সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান, লোনা পানি মৎস্য গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, খুলনার সহকারী জজ আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস, পাইকগাছা চৌকি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আনোয়ারুল ইসলাম, সিনিয়র সহকারী জজ মো. কামরুজ্জামান ও ওসি মো. সবজেল হোসেন। এসময় জ্যেষ্ঠ আইনজীবী আইন কর্মকর্তা জিএ সবুর, কিশোরী মোহন মন্ডল, বিপ্লব কান্তি মন্ডল, সমীর বিশ্বাস, আইনজীবী সমিতির সেক্রেটারি জিএম আক্কাছ আলী, সাবেক সভাপতি পংকজ কুমার ধর, অজিত কুমার মন্ডল, সাবেক সেক্রেটারি শ্রীকান্তঅনাদি কৃষ্ণ মন্ডল, দিপংকর সাহা, তৈয়ব হোসেন, চিত্তরঞ্জন সহ সকল আইনজীবী ও তাদের পরিবার পরিজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরতেই জেলা জজ চাঁদ মোহাম্মদ পাইকগাছা সিনিয়র সহকারী জজ এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম ও জেলখানা পরিদর্শন করেন।