কেসিসি’র তত্ত্বাবধানে ঈদ পুনর্মিলনী
জন্মভূমি রিপোর্ট : কেসিসি’র তত্ত্বাবধানে পরিচালিত আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট (২য় পর্যায়)-এর আওতায় বেসরকারি সংস্থা ‘বাপসা’ আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, খুলনায় উন্নয়নের যে অগ্রযাত্রা শুরু হয়েছে তা অব্যাহত রাখতে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করা দরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। বৃটেনের প্রধানমন্ত্রীও তাকে বিশ্বের অনেক বড় অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন। সে কারণে আগামী নির্বাচনেও প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে মতায় রাখার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সিটি মেয়র রোববার সকাল ১০টায় কেসিসি পরিচালিত ‘আমিরাবানু বেগম নগর মাতৃসদনে’ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। স্বাস্থ্যসেবায় নিয়োজিত আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট (২য় পর্যায়) এর আওতায় এ্যাসোসিয়েশন ফর সেফটিক এ্যাবরশন অব বাংলাদেশ (বাপসা) এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন, খুলনায় বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদনসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পগুলি বাস্তবায়িত হলে খুলনা তিলোত্তমা নগরীতে পরিণত হবে।
বাপসা’র পরিচালক হেদায়েতুল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কেসিসি’র স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম। বাপসা’র প্রজেক্ট ম্যানেজার মোঃ গোলাম রসুলসহ সংস্থার কর্মকর্তা- কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।