জন্মভূমি ডেস্ক : হাসিনা সরকারের পতনের পর গত ৫ আগস্টের পূর্বাপর সারা দেশে থানাসহ পুলিশের ৪৬০টি অবকাঠানো ক্ষতিগ্রস্ত হয়। এতে শতকোটি টাকার বেশি ক্ষতি হয়। পুলিশের দাপ্তরিক কর্মকাণ্ড এখনো পুরো স্বাভাবিক হয়নি। এই সুযোগে বাড়ছে ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ। সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য দেয়।
পুলিশ সদর দপ্তর সূত্র বলেছে, গত আগস্টে হামলায় থানায় ব্যাপক লুটপাট হয়। মামলার নথিসহ কোটি কোটি টাকার মালপত্রের হদিস এখনো মেলেনি। সহিংস হামলায় ১২০ থানায় ব্যাপক ক্ষতি হয়। যার মধ্যে ৫৮টি থানা পুড়িয়ে দেওয়া হয়। ৬২টি ভাঙচুর করা হয়। ১১৪টি ফাঁড়ির ক্ষতি হয়। এক হাজার ৭৪টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। আগুনে ক্ষতিগ্রস্ত হয় পুলিশের সদর দপ্তর।
গতকাল কথা হয় সিরাজগঞ্জের এনায়েতপুর থানার এক পুলিশ কর্মকর্তার সঙ্গে। তিনি জানান, ওই সময় ১৫ জন পুলিশকে পিটিয়ে হত্যা করা হয়। পরে পুরো থানাই পুড়িয়ে দেওয়া হয়। ১৯টি অস্ত্র লুট করা হয়। পুড়ে যায় সব নথিপত্র। টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ প্রায় চার কোটি টাকা। এখনো থানাটির সংস্কার করা হয়নি। ভাড়া থানায় কাজ হচ্ছে।
পুলিশ সদর দপ্তর সূত্র আরো বলেছে, ৫ আগস্ট পূর্বাপর ছড়িয়ে পড়া সহিংসতার ঘটনায় বিক্ষুব্ধ জনতার হামলায় ৪২ জন পুলিশ সদস্য নিহত হন। যদিও এই সংখ্যা নিয়ে অনেকেই সন্দেহ পোষণ করেছেন। এ ছাড়া হামলায় পুলিশের অনেক সদস্য আহত হন। যাদের মধ্যে ৫০৭ জন রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অপরাধ বিশ্লেষকরা বলছেন, ৫ আগস্ট সহিংসতায় থানার অবকাঠামোগত যে ক্ষতি হয়েছে তা দ্রুত ঠিক করতে হবে। সেই সঙ্গে পুলিশের মনোবল বাড়াতে নানান উদ্যোগ নিতে হবে। তা না হলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতি হবে।
মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, ‘বিগত সরকারের পতন ঘিরে সংঘর্ষ-সহিংসতায় পুলিশের মনোবল ভেঙে পড়েছিল। এ ধরনের ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন এর আগে পুলিশ বাহিনী কখনো পড়েনি। বর্তমান পরিস্থিতিতে পুলিশের মনোবল ফেরানোই বড় চ্যালেঞ্জ।’
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বলেন, ‘সারা দেশে ৬৩৯টি থানার মধ্যে বেশির ভাগ থানার কার্যক্রম শুরু হয়েছে। মাঠ পর্যায়ে পুলিশ স্বাভাবিকভাবে কাজ করার চেষ্টা করছে।’ অপরাধ বিশ্লেষকরা বলছেন, ৫ আগস্ট সহিংসতায় থানার অবকাঠামোগত যে ক্ষতি হয়েছে তা দ্রুত ঠিক করতে হবে। সেই সঙ্গে পুলিশের মনোবল বাড়াতে নানান উদ্যোগ নিতে হবে। তা না হলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতি হবে।
মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, ‘বিগত সরকারের পতন ঘিরে সংঘর্ষ-সহিংসতায় পুলিশের মনোবল ভেঙে পড়েছিল। এ ধরনের ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন এর আগে পুলিশ বাহিনী কখনো পড়েনি। বর্তমান পরিস্থিতিতে পুলিশের মনোবল ফেরানোই বড় চ্যালেঞ্জ।’
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বলেন, ‘সারা দেশে ৬৩৯টি থানার মধ্যে বেশির ভাগ থানার কার্যক্রম শুরু হয়েছে। মাঠ পর্যায়ে পুলিশ স্বাভাবিকভাবে কাজ করার চেষ্টা করছে।’ অপরাধ বিশ্লেষকরা বলছেন, ৫ আগস্ট সহিংসতায় থানার অবকাঠামোগত যে ক্ষতি হয়েছে তা দ্রুত ঠিক করতে হবে। সেই সঙ্গে পুলিশের মনোবল বাড়াতে নানান উদ্যোগ নিতে হবে। তা না হলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতি হবে।
মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, ‘বিগত সরকারের পতন ঘিরে সংঘর্ষ-সহিংসতায় পুলিশের মনোবল ভেঙে পড়েছিল। এ ধরনের ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন এর আগে পুলিশ বাহিনী কখনো পড়েনি। বর্তমান পরিস্থিতিতে পুলিশের মনোবল ফেরানোই বড় চ্যালেঞ্জ।’
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বলেন, ‘সারা দেশে ৬৩৯টি থানার মধ্যে বেশির ভাগ থানার কার্যক্রম শুরু হয়েছে। মাঠ পর্যায়ে পুলিশ স্বাভাবিকভাবে কাজ করার চেষ্টা করছে।’
আগস্ট হামলার প্রতিবেদন : পুলিশের ক্ষতি হয়েছে শতকোটি টাকার
Leave a comment