তথ্য বিবরণী : খুলনা জেলা প্রশাসন ও সুন্দরবন পশ্চিম বন বিভাগের উদ্যোগে আগামীকাল ২৭ জুলাই বিকালে সার্কিট হাউজ মাঠে বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে বিকাল চারটায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে সার্কিট হাউজ মাঠে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বর্ণাঢ্য র্যালি বের করা হবে। এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
সম্মানিত অতিথি থাকবেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, বিশেষ অতিথি থাকবেন বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ, রেঞ্জ ডিআইজি মঈনুল হক, পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, বন সংরক্ষক মিহির কুমার দো, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান ও খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।