ক্রীড়া প্রতিবেদক : শেখ কামাল স্মৃতি সংসদ ও এসবি আলী ফুটবল একাডেমির উদ্যোগে এবং জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ১৬ দলীয় প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এড. মো: সাইফুল ইসলাম।
জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: ইউসুফ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ১নং আটরা-গিলাতলা ইউনিয়ন চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, শেখ আবিদ হোসেন, মো: হুমায়ুন কবির ভুঁইয়া ও সৈয়দ শুকুর আলী। এসময় উপস্থিত ছিলেন এড. মো: এনামুল হক, এড. এস এম তারিক মাহমুদ তারা, মহসীন বিশ্বাস, আলম সরদার, মাহমুদ হাসান, শেখ আলাউদ্দিন নাসিম, শিমুল, রবিউলসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সাবেক ফুটবলাররা। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সান স্পোর্টিং ক্লাব ও দেয়ানা ফুটবল একাডেমি। খেলায় সান স্পোর্টিং ক্লাব ৫-১ গোলে দেয়ানা ফুটবল একাডেমিকে পরাজিত করে। সান স্পোর্টিং ক্লাবের পক্ষে ১০নং জার্সি পরিহিত খেলোয়াড় রিয়াজ হ্যাট্রিক করার গৌরব অর্জন করে। অন্য দু’টি গোল করেন পিয়াস ও হৃদয়। দেয়ানা ফুটবল একাডেমির ২১নং জার্সি পরিহিত খেলোয়াড় বাঁধন দলের পক্ষে সান্তনামূলক একটি গোল পরিশোধ করেন। খেলায় রেফারী ছিলেন মো: পারভেজ আলম, কামরুল আজম বাবু, মো: আজিবর রহান ও শেখ সিদ্দিকুর রহমান। ধারাভাষ্যে ছিলেন এড. প্রজেশ রায়। আজ বুধবার বিকেল ৩টায় দ্বিতীয় ম্যাচে অংশগ্রহণ করবে দিশারী যুব পরিষদ ও বয়রা তরুন সংঘ ফুটবল একাডেমি।