
বিজ্ঞপ্তি : নগরীর আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির সদস্য মো. মুজিবর হাওলাদারকে গত মঙ্গলবার গভীর রাতে আড়ংঘাটা থানা পুলিশ আটক করে একটি মিথ্যা ভিত্তিহীন পেন্ডিং মামলায় কোর্টে প্রেরণ করায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন আড়ংঘাটা ইউনিয়ন বিএনপি। বিবৃতিদাতারা অবিলম্বে বিএনপির সদস্য মো. মুজিবর হাওলাদারের নি:শর্ত মুক্তি দাবি করেছেন। বিবৃতিদাতারা হলেন মতলুবুর রহমান মিতুল, রাজাউর রহমান প্রিন্স, রাসেলুর জামান রাসেল, বাবু শেখ, গোলাম নবী, জামাল শেখ, কাজী নজরুল ইসলাম, সাজু শেখ, অমল সরকার, মহিদুল ইসলাম, হান্নান মোড়ল, শাজাহান বাদশা, নারায়ণ মিশ্র, মানিক সরদার, এহসানুল ইসলাম শিথিল, আয়েশা বেগম, ফিরোজা খাতুন, রফেজা খাতুন, জাবির শেখ, হানিফ মোড়ল, ইকলাজ মোড়ল, ফারুক শেখ, সেলিম শেখ, হাবিবুর রহমান, সেলিম মল্লিক, হৃদয় বিশ্বাস, শচীন মন্ডল ,মাসুম রেজা, মাজেদ শেখ, মরিয়ম বেগম, আখি খাতুন, ফরহাদ শেখ, লেলিন শেখ প্রমুখ।