জন্মভূমি রিপোর্ট : খুলনার আড়ংঘাটা থানার রায়েরমহল বাজার এলাকা থেকে নিখোঁজ যুবকের সন্ধ্যান দীর্ঘ দু’মাসেও পুলিশ পায়নি। ইজিবাইক চালক ইউনুস হাওলাদার (২৮) পহেলা ডিসেম্বর সকালে ইজিবাইক চালাতে বের হয়। তার পর থেকে আজও বাড়ি ফিরে আসেনি। বিষয়টি নিয়ে তার পিতা শাহাজান হাওলাদার আড়ংঘাটা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, নিখোঁজ ইউনুসের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি গায়ের রং উজ্জল শ্যামলা মুখমন্ডল গোলাকার পরনে ছিল কালো রংয়ের ট্রাউজার, আকাশি রংয়ের ফুলহাতা গেঞ্চি।