
বিজ্ঞপ্তি : নগরীর আঢ়ংঘাটা থানার দক্ষিণ পাড়া মৃত অবনী চ্যাটার্জির বাড়িতে দুপুরে বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে পরিবারের ঘরে থাকা সব আসবাবপত্র সহ প্রয়োজনীয় কাগজ পত্র ও আনুমানিক ৮ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে তার স্ত্রী জানান।
ঘটনা শুনে দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক লীগ ও ৩২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন ও আর্থিক সহায়তা প্রদান করেন। তারা সার্বক্ষণিক তাদের পাশে থাকার শান্তনা দেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান কামাল , দৌলতপুর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব নজরুল ইসলাম নবী, দৌলতপুর বি এল কলেজ ছাত্র লীগ নেতা ইব্র্রাহিম মোড়ল, ৩২ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা হাফিজুর রহমান, আরজু সরদার, রানা চৌধুরী, বিদ্যুৎ শেখ, নুরু শেখ ও মাহফুজুল আলম সুমন।