
ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপ চলাকালীন নাসুম আহমেদকে চড় মারার অভিযোগ চন্ডিকা হাথুরুসিংহের বিরুদ্ধে। সংবাদমাধ্যমে বেরুনো এমন খবরে বিস্মিত ও ক্ষুব্ধ বাংলাদেশের প্রধান কোচ। এ দেশের গণমাধ্যমকে নিম্নমানের বললেন তিনি। সঙ্গে করলেন আত্মপক্ষ সমর্থন।
চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ চলাকালীন নাসুমকে নাকি চড় মেরেছিলেন হাথুরুসিংহে। তা নিয়ে বেশ কিছুদিন ধরেই সরগরম বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। বিষয়টি তদন্তে বিসিবিকে আইনি নোটিশও পাঠানো হয়েছে। তদন্তও শুরু করে দিয়েছে বাংলাদশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা।
অভিযোগ ওঠার পর এ বিষয়ে হাথুরুসিংহের কোনো বক্তব্য এত দিন পাওয়া যায়নি। অবশেষে আজ মিরপুরে তাকে এসব নিয়ে প্রশ্ন করা হলে তিনি রেগে আগুন হয়ে যান।
স্পর্শকাতর বিষয়ে তেলে-বেগুনে জ্বলে ওঠা এই শ্রীলঙ্কান কোচ বলেন, ‘যারা আমাকে একটু হলেও জানে, তারা জানে যে এ রকম কিছু করার মতো লোক আমি কিছুতেই নই।’
একপর্যায়ে তিনি বাংলাদেশের সংবাদমাধ্যমের মান নিয়েও প্রশ্ন তোলেন এভাবে, ‘আপনাদের মিডিয়ার মান খুবই নিম্ন পর্যায়ের।’
হাথুরুসিংহের কাছে জিজ্ঞাসা ছিল, ‘আপনি কি সত্যিই নাসুমকে চড় মেরেছিলেন?’ জবাবে ক্ষোভে ফুঁসে ওঠা বাংলাদেশ কোচের প্রথম জবাব ছিল, ‘আর ইউ ম্যাড?’
সেদিন তাহলে কী ঘটেছিল? এবার বাংলাদেশ দলের হেড কোচের জবাব, ‘আমি জানলেই না বলব যে কী ঘটেছিল!’ নিউজিল্যান্ড ম্যাচের সময় উপস্থিতদের কাছ থেকে সত্যিটা জেনে নেওয়ার চ্যালেঞ্জও ছুড়ে দিলেন তিনি, ‘যারা সেদিন ওখানে উপস্থিত ছিল, তাদের কাছেই জিজ্ঞেস করে দেখুন না। বুলশিট।’