জন্মভূমি রিপোর্ট : মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, আব্দুল করিম ছিলেন আওয়ামী লীগ অফিসের অতন্দ্র প্রহরী। তিনি দুই যুগেরও বেশিদিন ধরে অফিস সহায়ক হিসেবে আওয়ামী লীগ অফিসে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি আশির দশক থেকে বিভিন্ন ঘাত-প্রতিঘাত সহ্য করে নিরবে দলীয় কার্যালয়ে আগলে রেখেছেন। ছোট-বড়, নেতা-কর্মী সকলের কাছে ভালোবাসা ভালোলাগার মানুষ ছিলেন তিনি। তিনি আওয়ামী লীগের চড়াই উৎরাইয়ের স্বাক্ষী ছিলেন। অত্যান্ত সহজ সরল মানুষ আব্দুল করিম রাঢ়ী না ফেরার দেশে তার চলে যাওয়ায় খুলনা আওয়ামী লীগের অপুরণীয় ক্ষতি হলো। তিনি আওয়ামী লীগকে ভালবেসে নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করে গেছেন।
শুক্রবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের কেয়ারটেকার আব্দুল করিম রাঢ়ী’র আত্মার মাগফেরাত কামনায় সদর থানা আওয়ামী লীগ আয়োজিত দোয়া পূর্ব স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহানগর সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা ও যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বাচ্চু। সভাপতিত্ব করেন সভাপতি এড. মো: সাইফুল ইসলাম। মো: মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীল কবির, এড. অলোকা নন্দা দাস, শেখ ফারুক হাসান হিটলু, শেখ মো: জাহাঙ্গীর আলম, হাফেজ মো: শামীম, মাহবুবুল আলম বাবলু মোল্লা, এস এম আকিল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো: মোতালেব মিয়া, এড. এ কে এম শাহজাহান কচি, রনজিত কুমার ঘোষ, অধ্যা. এ বি এম আদেল মুকুল, কাউন্সিলর রেকসোনা কালাম লিলি, এড. এনামুল হক, এড. তারিক মাহমুদ তারা, পারভিন ইলিয়াছ, আব্দুল হাই পলাশ, ফেরদৌস হোসেন লাবু, শেখ এশারুল হক, জামিরুল হুদা জহর, মঈনুল ইসলাম নাসির, বাবুল সরদার বাদল, এড. ফারুক হোসেন, এড. শামীম মোশাররফ, মো: ফয়েজুল ইসলাম টিটো, মরহুম আব্দুল করিম রাঢ়ীর ছেলে মো: কামাল হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।