বিজ্ঞপ্তি : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র সাবেক মন্ত্রী তালুকদার আঃ খালেক বলেছেন ছাত্র জীবনে যতটুকু সময় পাওয়া যায় ততটুকু সময় লেখাপড়ার কাজে ব্যয় করতে হবে। লেখাপড়ার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে প্রচুর অধ্যাবশায়ের কোন বিকল্প নেই। আজকে যারা ছাত্র তারাই একদিন দেশ ও জাতীর নেতৃত্বদেবে। লেখাপড়া ও খেলাধুলার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। তবে সব কিছুর মুলে রয়েছে কঠোর পরিশ্রম। মন দিয়ে সত্যিকার পরিশ্রম কেউ ব্যর্থ হয় না। লেখাপড়ার পর যতটুকু সময় হাতে থাকবে ততটুকু সময় শরীর ও মন সুস্থ্য রাখতে লেখাধুলার পিছনে ব্যয় করতে হবে।
তিনি বলেন আজকের প্রজন্ম যারা তারাই একদিন দেশ ও জাতীয় কল্যানে কাজ করবে। তাদেরকে সত্যিকার যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার দায়িত্ব নিতে হবে শিক্ষকদের । সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা অর্জনে তাদেরকে সহয়তা করতে হবে। জীবন সংগ্রামে প্রতিনিয়ত বাধা বিঘ্ন আসবে। সব বাধা বিঘ্ন মোকাবেলা করে নির্দিষ্ট লক্ষ্যে পৌছে যেতে হবে। শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের ও সন্তানদের যোগ্য মানুষ হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে সব সময় সচেতন থাকতে হবে। তিনি বলেন বর্তমান সরকারের আমলে রামপাল উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের মনোরম অবকাঠামো তৈরী হয়েছে। যে সব শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামোগত উন্নয়ন বাকি রয়েছে পর্যায়ক্রমে সেই সব শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করা হবে। এ সরকারে সময় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের পাশাপাশি মাদ্রাসার ছাত্র ছাত্রীরাও বিনামুলে বছরের প্রথমেই নতুন বই হাতে পাচ্ছে। এ ভাবে এর আগে আর কোন সরকার ছাত্র ছাত্রীদের বিনামুলে বই দিতে পারে নি। এ সরকার উপবৃত্তি প্রদানের পাশাপাশি দরিদ্র ও অসচ্ছল ছাত্র ছাত্রীদের বিশেষ অনুদানও দিচ্ছে। এক কথায় আমাদের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব এ সরকার নিয়েছে।
তিনি ৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১১টায় বাগেরহাটে রামপাল উপজেলায় সোনাতুনিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়দের মধ্যে পুরস্কার বিতরণ ও চলতি ২০২৪ শিক্ষাবর্ষের দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আঃ আজিজের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্রের পরিচালক আলহাজ্ব কাজী দেলোয়ার হোসেন। এ সময় স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ, গভার্নিং বোডির সদস্য বৃন্দ, শিক্ষক কর্মচারী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আমাদের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নিয়েছে এ সরকার: খুলনা সিটি মেয়র
Leave a comment