
ডেস্ক রিপোর্ট : বাগেরহাটের চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কালিগঞ্জ বাজারে শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদে এর উদ্যোগে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোল্লা মুজিবর রহমান শামীম (বাগেরহাট-১)।
তিনি সমাবেশে বলেন, আমি আপনাদেরই সন্তান। বুকে হাত রেখে বলতে পারি, আমি কখনো কারও ক্ষতি করিনি। আমি আপনাদের সেবা করতে চাই। আপনারা যদি একজন ভালো মানুষকে নির্বাচিত করেন, তাহলে আগামী দিনগুলোতে নিজেরাই ভালো থাকবেন।
মোল্লা মুজিবর রহমান শামীম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে ও পিআর পদ্ধতিতে হওয়া প্রয়োজন। তিনি দাবি জানান, শুভ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বাগেরহাট-১ আসনের প্রধান নির্বাচনীয় সমন্বয়ক হাফেজ মাওলানা মুফতি নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চিতলমারী উপজেলা শাখার সভাপতি ডা. আবুল কালাম কাজী। এছাড়াও বক্তব্য রাখেন হাফেজ মাওলানা বোরহান উদ্দিন খান, শেখ আতিয়ার রহমান, মাওলানা শাহাদাৎ হোসাইন, ডা. শেখ নাজমুল হুদা, মাওলানা সুলতান মাহমুদ খান, মো. খবির উদ্দিন খান ও হরিপদ ব্যপারি প্রমুখ, তত্ত্বাবধায়নে ছিলেন মো: জাহাঙ্গীর আলম মুন্সী ।

