
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমুড়বুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান সমর্থিত প্যানেল নিরঙ্কুশ বিজয়ী হয়েছেন।সোমবার বিদ্যালয় কক্ষে সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ১শত ১৩ জন ভোটারের মধ্যে ১শত ১১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে দুটি প্যানেলে ৫টি পদের বিপরীতে ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে স্থানীয় জনপ্রিয় ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা প্যানেলে মনোনীত অভিভাবক সদস্য অমর কৃষ্ণ মন্ডল ৬৩, নারায়ন বৈদ্য ৬৩,ননী গোপাল সানা ৬১, বিবেকানন্দ মন্ডল ৫৮ ও সংরক্ষিত মহিলা সদস্য সুষুমা গোলদার ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা ধননজয় মন্ডল, চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা, শিক্ষক শরিফুল ইসলাম, প্রধান শিক্ষক কৃষ্ণপদ মন্ডল, মাদারতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিরুল ইসলাম। ফলাফল ঘোষণার পর চেয়ারম্যানের নেতৃত্বে এক আনন্দ শোভাযাত্রা শেষে হাইস্কুল মাঠে চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানার সভাপতিত্বে ও শিক্ষক অমর কৃষ্ণ মন্ডলের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সুকৃতি মন্ডল, সুব্রত গোলদার, ইউপি সদস্য ভবেন্দ্রনাথ বালা,মনোজ কুমার সরকার, সঞ্জয় সানা, গোপাল হালদার, লাভলী বিশ্বাস,স্বরসতি মন্ডল, প্রমিলা মন্ডল, চিত্তরঞ্জন সানা, ইউনুস সরদার, অজয় রায় বাবলু প্রমুখ।

