
জন্মভূমি রিপোর্ট : খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, আমৃত্যু খুলনাবাসীর পাশে থেকে সেবা করতে চাই। এমপি হয়ে নয়, সাধারণ জনগণের পাশে থেকে সেবা করতে চাই। সেবক হয়ে অতীতের যেকোনো দুর্যোগে, সুখ ও দুঃখে আমি ও আমার পরিবার আপনাদের পাশে ছিলো। আমরা বিগত সময়ে যেমন আপনাদের পাশে ছিলাম, এখনো আছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকব। সর্বদা খুলনাবাসীর উন্নয়ন ও কল্যাণে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা আপনাদের সুখ, শান্তি ও কল্যাণে কাজ করতে চাই। তিনি বলেন, গণমানুষের দল বাংলাদেশ আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নতি নিশ্চিত করে। জনগণের খাদ্য, নিরাপত্তা, চিকিৎসা, বাসস্থান, শিক্ষা, কর্মসংস্থান ও ব্যাপক হারে অবকাঠামো উন্নয়ন হয়। আর এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা ছাড়া কোন বিকল্প নেই। কারণ নৌকা প্রতীকের বিজয় হলে এ দেশের মানুষের বিজয় হয়। এ দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। আর এসব কিছু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারণে সম্ভব হয়েছে। তিনি বাংলাদেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে চেষ্টা করে যাচ্ছেন। তাই আসুন সকলে মিলে এই বাংলাদেশকে স্মার্ট সোনার বাংলা হিসেবে গড়ে তুলি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নপূরণ করি। আর সেলক্ষে ৭ জানুয়ারী সারা দিন নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে ৫ম বারের মতো প্রধানমন্ত্রী করি।
বৃহস্পতিবার বিকাল ৩টায় নগরীর শহীদ হাদিস পার্কে সদর ও সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় সম্মানিত অতিথির বক্তৃতা করেন মহানগর সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মিজানুর রহমান মিজান, ডা. রবি আলম ও এমপি’র কনিষ্ঠ পুত্র শেখ ফারজান নাসের।
সভাপতিত্ব করেন সদর থানা সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সোনাডাঙ্গা থানা সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ^াস। সদর থানা ও সোনাডাঙ্গা থানা সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম এবং তসলিম আহমেদ আশার পরিচালনায় বক্তৃতা করেন মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুলতানা রহমান শিল্পী, রনজিত কুমার ঘোষ, সফিকুর রহমান পলাশ। উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, শেখ হেলালের সহধর্মিনী মিসেস রুপা চৌধুরী, সেখ জুয়েলের সহধর্মিনী মিসেস শাহানা ইয়াসমিন শম্পা, শেখ জালাল উদ্দিন রুবেল, রুবেলের সহধর্মিনী ডা. ফারমিনা খানম রুপা, শেখ বেলাল উদ্দিন বাবু, বাবুর সহধর্মিনী ওয়াহিদা সুলতানা (সোনিয়া)সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
এর আগে তিনি সকালে নগরীর ২০নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময়ে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ কামাল, তসলিম আহমেদ আশা, কাজী জাহিদ হোসেন, কাউন্সিলর শেখ মো. গাউসুল আজম, চ ম মুজিবর রহমান, মীর মো. লিটন, শেখ শাহজালাল হোসেন সুজন, এস এম আসাদুজ্জামান রাসেল, বাদশা হাওলাদার, এস এম হাফিজুর রহমান হাফিজ, শেখ মোহাম্মদ আলীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।