বিজ্ঞপ্তি : বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি আরিফুল ইসলাম আরিফ ও তার বন্ধু ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৌভিক করীম গত মঙ্গলবার দিবাগত রাত ১২টায় ঢাকার ইস্কাটন মোড়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। এ সময় অকুস্থলে তারা মোটরবাইকে অবস্থান করছিলেন। তখন পেছন থেকে দ্রুতগতিতে আসা ঘাতক ট্রাক ঐ মোটরবাইককে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই দু’জন মৃত্যুবরণ করেন। বুধবার দুপুরে জোহরবাদ ইস্কাটন গার্ডেন মসজিদে নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাদের দাফন করা হয়।
মর্মান্তিক ও বেদনাদায়ক এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদ সদস্য ও জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, জাতীয় পরিষদ সদস্য মোঃ অলিয়ার রহমান শেখ, সদস্য সচিব কামরুজ্জামান টুকু, বিল্লাল হোসেন, আলী হোসেন, আল আমিন শেখ এবং সাগর চ্যাটার্জী। নেতবৃন্দ অবিলম্বে এ ঘটনার সাথে যুক্ত দোষী ব্যক্তিদের গ্রেফতার, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।