জন্মভূমি ডেস্ক : মুক্তির অপেক্ষায় আছে জয়া অভিনীত সিনেমা ‘দশম অবতার’। কলকাতার এই ছবিতে একটি চুমুর দৃশ্যে দেখা গেছে তাকে। তাতেই আবারও আলোচনায় চলে আসেন এই তারকা।
সম্প্রতি প্রকাশিত হয়েছে দশম অবতারের ট্রেলার। ৩ মিনিট ১৫ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেলারে একটি দৃশ্যে চুমু খেতে দেখা যায় অনির্বাণ ও জয়াকে। ট্রেলার প্রকাশের পর থেকেই চুমুর দৃশ্যটি নিয়ে চলছে আলোচনা। জয়ার এমন অভিনয়ের যেমন প্রশংসা হচ্ছে, তেমন সমালোচনাও করছেন অনেকে। খবর ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের।
চুমুর দৃশ্য নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন জয়া। তিনি বলেন, ‘আমরা আগেও চুমু খেয়েছি। এমনকি আমার আর ওর প্রথম দৃশ্যই ছিল চুমুর।’
এরপর উপস্থাপক প্রশ্ন করেন, চুমুর দৃশ্যটি করতে গিয়ে কয়টি টেক নিতে হয়েছে? জবাবে জয়া বলেন, ‘একটি’।
সিনেমাটি নিয়ে ভীষণ আশাবাদী জয়া আহসান। তিনি বলেন, ‘দুর্গাপূজা ও সৃজিত মুখার্জির ছবি—দুটিই খুব ভালো কম্বিনেশন। এবার পূজায় তিনি নিয়ে আসছেন দশম অবতার। অনেক দিন পর পূজায় আমার সিনেমা মুক্তি পাচ্ছে। আশা করি, দর্শকের খুব ভালো লাগবে।’
জানা গেছে, আগামী ১৯ অক্টোবর পশ্চিমবঙ্গে মুক্তি পাবে সিনেমাটি।