॥ আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ॥
আশাশুনিতে মাসিক আইন-শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে সভায় আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ কুমার অধিকারী, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুল হক, রফিকুল ইসলাম, সত্যজিৎ মজুমদার, এস এম আজিজুল হক, আবু বিল্লাল হোসেন, আতিয়ার রহমান, সাইদুল ইসলাম, আঃ রকিব, অপূর্ব মন্ডল, আঃ হান্নান, ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, দীপঙ্কর বাছাড় দিপু, হাজী আবু দাউদ ঢালী, রফিকুল ইসলাম মোল্যা, জি এম আল ফারুক, জি এম মুজিবুর রহমান, গোপাল কুমার মন্ডল, মোস্তাফিজুর রহমান, মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবসসহ উপজেলার সার্বিক আইন-শৃংখলা নিয়ে আলোচনা করা হয়।
॥ অতিরিক্ত পুলিশ সুপারের প্রেস ব্রিফিং ॥
বাড়িতে চেতনা নাশক ব্যবহার করে চুরি চক্রের এক সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার বিকালে আশাশুনি থানায় আয়োজিত প্রেস ব্রিফিং এ সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এস এম জামিল আহমেদ এ তথ্য জানান। প্রেস ব্রিফিংকালে সহকারী পুলিশ সুপার জানান, বিগত ৬/৭ মাস জেলার বিভিন্ন এলাকায় বাড়িতে চেতনা নাশক ব্যবহারের মাধ্যমে বাড়ির লোকজনকে অচেতন করে মালামাল চুরির ঘটনা ঘটে আসছে। সাতক্ষীরা পুলিশ সুপার স্যারের নির্দেশে একাজের সাথে জড়িত চক্রটি চিহ্নিত ও আটক করতে আমরা কাজ করে আসছি। এরই অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার শিমুলিয়া গ্রামে অভিযান পরিচালনা করে আশাশুনি থানার বসুখালী গ্রামের মৃতঃ নজরুল ইসলাম গাজীর পুত্র চক্রের সদস্য আঃ রাজ্জাক গাজী (৩৪) কে গ্রেফতার করা হয়েছে। সে প্রায় ২০ বছর যাবৎ শিমুলিয়া গ্রামে নানার বাড়িতে বসবাস করে। সে স্বীকার করেছে যে, চুরির সাথে জড়িত। তার বাড়ি থেকে চোরাই মারামালের মধ্যে একজোড়া স্বর্ণের দুল ও একটি স্বর্ণের আংটি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক ওজন সাত আনা। এই চক্রের ১০/১২ জনের সিন্টিকেড রয়েছে। তারা চোরাই মালামার স্বর্ণের দোকানে বিক্রয় করে থাকে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, চুরির ঘটনা থেকে রক্ষা পেতে সকলকে সচেতন হওয়া দরকার। গুনাকরকাটিতে বাইরে রান্না করে গ্রীলের মধ্যে রাখলেও সেখানে বাইরে থেকে কিছু মেশানো সহজ ছিল। তিনি সকলকে খাদ্য দ্রব্য নিরাপদে রাখা, দরজা জানালা খোলা না রাখতে পরামর্শ প্রদান করেন। চুরি করে কেউ পার পাবেনা, চোর ধরেছি, বাকীদের ধরতে সক্ষম হবেন বলে তিনি আশা ব্যক্ত করেন।
॥ ইউএনও’র গ্রাম পুলিশদের উদ্দেশ্যে ব্রিফিং ॥
আশাশুনি উপজেলার সকল মহলাদার ও দফাদার (গ্রাম পুলিশ) দের উদ্দেশ্যে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিং প্রদান করেছেন। বুধবার দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে এ ব্রিফিং অনুষ্ঠান করা হয়।
উপজেলার সকল ওয়ার্ডে দায়িত্বে নিয়োজিত গ্রাম পুলিশদের সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস। এ সময় আইন-শৃংখলা রক্ষায় সচেতনতার সাথে কাজ করতে হবে। কোন সন্দেহজনক কিছু দেখলে সাথে-সাথে ওসি বা আমাকে জানাতে হবে। স্থানীয়ভাবে নিরসন সম্ভব হলে মেম্বর-চেয়ারম্যানকে অবহিত করতে হবে। ইউনিয়ন পরিষদের দায়িত্বসমূহের মধ্যে জন্ম নিবন্ধন অন্যতম। জন্মনিবন্ধন টার্গেট পূর্ণ করতে সর্বোচ্চ চেষ্টা করতে হবে।