
আশাশুনি প্রতিনিধি : আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শীতকালীন ঐতিহ্য পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিদ্যালয় কর্তৃপক্ষ ও ছাত্রছাত্রীদের আন্তরিক প্রচেষ্টায় এ উৎসবের আয়োজন করা হয়। প্রতিষ্ঠার পর থেকে এবারই প্রথম পিঠা উৎসবের আয়োজন করা হয়। সভাপতিত্ব এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাজহারুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রনি আলম নূর। বিশেষ অতিথি ছিলেন আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জন প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষকমন্ডলী প্রমুখ উপস্থিত ছিলেন। উৎসবে হরেক রকমের পিঠা সাজিয়ে বেখে প্রদর্শন ও আপ্যায়িত করা হয়।