আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বেহুন্দি জাল জব্দ ও আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলার খোলপেটুয়া নদীতে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে কম্বিং অপারেশনের অংশ হিসাবে খোলপেটুয়া নদীর আশাশুনি ব্রীজের কাছ থেকে বউদির খেয়াঘাট পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় নদীতে থাকা ৪টি বেহুন্দি জাল (অনুমান ৪০০ মিটার দীর্ঘ) জব্দ করা হয়। পরে জালগুলো প্রকাশ্যে আগুনে জ্বালিয়ে বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার। পিআইও সোহাগ খান, সিনি: উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এসময় উপস্থিত ছিলেন।