
আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার খাজরা ও বড়দল ইউনিয়ন সীমান্তে অবস্থিত কালকী স্লুইস গেটে রিভার সাইডে অতিরিক্ত পলি মাটি অপসারণ কাজ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে অপসারণ কাজের উদ্বোধন করেন খাজরা ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর মাধ্যমে খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমের তত্ত্ববধায়নে উদ্বোধনী দিনে প্রায় ৪০জন শ্রমিক দিয়ে গেটের সামনের পাটের অংশের পলি মাটি অপসারণ শুরু হয়। পরে ভ্যেকু মেশিনের সাহায্যে কপোতাক্ষ নদের অংশে ভরাট হয়ে থাকা পলি অপসারণের জন্য কাজ শুরু করা হবে বলে জানা গেছে। পলি মাটি অপসারণ করা গেলে ফটিকখালী, খালিয়া, রাউতাড়া, পিরোজপুর, দূর্গাপুর, গজুয়াকাটি, চেউটিয়া গ্রাম ও বিল এবং বড়দল ইউনিয়নের কিছু অংশের হাজার-হাজার বিঘা ধানের জমি ও মৎস্য ঘেরের পানি নিষ্কাশনের একমাত্র উপায় এই স্লুইস গেটটি ব্যবহার করে কৃষকরা উপকৃত হবে। এসময় ইউপি সদস্য খায়রুল ইসলাম, রামপদ সানা, হাসমত ঢালী, বীর মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডল, সাইফুল ইসলাম, আনারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম জানান, কালকী স্লুইস গেটে পলি পড়ে প্রবেশ পথ ভরাট হয়ে গেছে। আগে একবার পলি অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ করতে অনিহা প্রকাশ করায় তা বন্ধ হয়ে যায়। চলতি বর্ষা মৌসুমে গজুয়কাটিসহ কয়েকটি এলকায় জলাবদ্ধতার সংবাদটি আমি পাওয়া মাত্রই এমপি ডাঃ আফম রুহুল হক স্যার, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীমবরণ চক্রবর্তী, সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করি। ফলশ্রুতিতে পানি উন্নয়ন বোর্ড-২ এর মাধ্যমে পলি অপসারণ কাজ শুরু হয়েছে। তিনি আরও জানান, রাউতাড়া উত্তর বিলের মৎস্য ঘেরের লবণ পানি কালকীর খালে যাতে প্রবেশ করতে না পারে সেজন্য ব্যক্তি মালিকাধীন কলগই ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। আমার প্রতিনিধিগণ সার্বকক্ষণিক মনিটরিং করবে কাজটি যাতে ভালভাবে সম্পন্ন হয়।