আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে শ্রীশ্রী আদ্বৈত জয়ন্তী উপলক্ষে ৪৯ তম অষ্টপ্রহর ব্যাপী অখন্ড ভবন মঙ্গল তারকব্রহ্ম শ্রীশ্রী মহানাম সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার বড়দল ইউনিয়নের বুড়িয়া শ্রীশ্রী মদন গোপাল আশ্রম শ্রীশ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সন্ধ্যায় মহানাম যজ্ঞের শুভ গন্ধাধিবাস ও শ্রীমদ্ভাগবত আলোচনা রাখেন শ্রী নিরঞ্জন গোস্বামী। শ্রীশ্রী মহামন্ত্র নাম পরিবেশন করেন বাগেরহাটের যুগল গোপাল সম্প্রদায়ের কীর্তনার্ষ্য: নিক্কন বাবু, খুলনার শচীমাতা সম্প্রদায়ের কীর্তনার্ষ্য: চামেলি রানী ও শ্রীশ্রী জয়কৃষ্ণ সম্প্রদায়ের কীর্তনার্ষ্য: দলিতা রানী বৈরাগী, সাতক্ষীরার ব্রজের গোপাল সম্প্রদায়ের কীর্তনার্ষ্য: শ্রী সৌমিত্র দাশ ও আদি গৌর নিতাই সম্প্রদায়ের কীর্তনার্ষ্য: শ্রী গোপালকৃষ্ণ দাস। বুড়িয়া শ্রীশ্রী মদন গোপাল আশ্রম ও শ্রীশ্রী জগন্নাথ মন্দির কমিটির আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি সুভাষ সরদার। শিক্ষক উত্তম মন্ডলের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব এবিএম মোস্তাকিম। উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, খাজরা ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব শাহানেওয়াজ ডালিম, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপঙ্কর সরকার দ্বীপ, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত কুমার বৈদ্য, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নীলা তালুকদারের স্বামী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মারুফা খাতুন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভক্তবৃন্দ।