জন্মভূমি ডেস্ক : ইউক্রেনের পশ্চিমাঞ্চলে লরির সঙ্গে মিনিবাসের সংঘর্ষে শিশুসহ ১৪ জন নিহত হয়েছেন। পাশাপাশি উভয় যানবাহনের দুজন ড্রাইভারও প্রাণ হারিয়েছেন।
আজ রোববার (০৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন দেশটির একজন ঊর্ধ্বতন আঞ্চলিক কর্মকর্তা। তিনি বলেন, চলমান গাড়িগুলোর মধ্যে একটি লরি ঢুকে যাওয়া এবং পরে একটি মিনিবাসের সঙ্গে সংঘর্ষের ফলে এই প্রাণহানির ঘটনা ঘটেছে।খবর বিবিসির।
ভয়াবহ এই দুর্ঘটনা ও প্রাণহানির পর ফৌজদারি কার্যক্রম শুরু করেছে দেশটি।
কর্মকর্তারা জানিয়েছেন, একজন ছয় বছর বয়সী শিশুসহ ১২ জন যাত্রী এবং দুই চালক নিহত হয়েছেন এবং একজন নারী গুরুতর আহত হলেও বেঁচে গেছেন। এ ঘটনায় ফৌজদারি কার্যক্রম শুরু হয়েছে।
স্থানীয় সময় বিকেল পৌনে ৪টার দিকে রিভনে অঞ্চলের ভার্খিভ গ্রামের কাছে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বলে আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্ডার কোভাল তার টেলিগ্রাম চ্যানেলে বলেছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
ইউক্রেনের জরুরি মন্ত্রণালয়ের পোস্ট করা ছবিতে একটি মাঠের মধ্যে গাড়ির ধ্বংসাবশেষ এবং শিশুর খেলনা মাটিতে পড়ে থাকতে দেখা গেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার সন্ধ্যার ভিডিও ভাষণেও এই দুর্ঘটনার কথা উল্লেখ করেছেন এবং যারা মারা গেছেন তাদের প্রিয়জনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।