বিজ্ঞপ্তি : শুক্রবার বেলা আড়াইটায় পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি নগর কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২১নং ওয়ার্ড সভাপতি মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহা. আব্দুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর সহ-সভাপতি শেখ মো: নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সদর থানার সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল মান্নান, সেক্রেটারি গাজী ফেরদৌস সুমন।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক আন্দোলন সদর সভাপতি দেলোয়ার হোসেন, যুব আন্দোলন সদর থানার সভাপতি মাও: হাবিবুল্লাহ মিসবাহ, ছাত্র আন্দোলন সদরের সভাপতি মুহাম্মাদ মোস্তফা আল গালিব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল কাশেম, হাবিবুল্লাহ মিসবাহ, রবিউল, জুবায়ের, মামুন, মেশকাত, উসামা আবরার, ফয়সাল, নাফিস, ফাহিম, রাজ প্রমুখসহ আন্দোলনের থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
এদিকে ৩০নং ওয়ার্ডের পরিচিত সভা ও ইফতার মাহফিল শুক্রবার বিকাল ৪টায় ষ্ট্র্যান্ড রোড মোড়স্থ আইএবি অস্থায়ী কার্যালয়ে ওয়ার্ড সভাপতি আফজাল হুসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহা.রিয়াজুল ইসলাম সঞ্চালনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর ও মহানগর সভাপতি আসন্ন কেসিসি নির্বাচনে মেয়র পদপ্রার্থী হাফেজ মাও: আব্দুল আউয়াল। বিশেষ অতিথি ছিলেন না সদর থানা সহ-সভাপতি আব্দুল মান্নান ও হেলাল উদ্দিন ছাত্র আন্দোলন সদর থানা সভাপতি মোস্তফা আল গালিব। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উলামায়ে কেরাম ও ৩০নং ওয়ার্ডের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুবায়ের, উসামা, ইমাম, ইসমাইল, সজীব, সোহরাব, বেলাল, আলতাফ, প্রমুখ সহ আন্দোলনের থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।