
বিজ্ঞপ্তি : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক নগরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতর ও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। মঙ্গলবার সকালে নগরীর বিভিন্ন ওয়ার্ডের স্বল্প আয়ের পরিবারের সদস্যদের মাঝে ঈদবস্ত্র বিতরণকালে তিনি সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
সিটি মেয়র আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খুলনা মহানগরীকে সুন্দর-পরিুছন্ন ও তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে ব্যাপক অর্থ বরাদ্দ দিয়েছেন। বরাদ্দের সেই অর্থ দ্বারা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। একইসাথে সরকার স্বল্প আয়ের মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নেও আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। তিনি বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন ভাতা প্রদানের বিষয় উল্লেখ করে বলেন, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন এবং সংসদ নির্বাচনে নগরবাসীকে উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের আহবান জানান।
সিটি মেয়র নগরীর ২৪নং ওয়ার্ডের কাশেম নগর, ১৯নং ওয়ার্ডের পল্লী মঙ্গল স্কুল, ১নং ওয়ার্ড কার্যালয়, ৩নং ওয়ার্ডের মহেশ^রপাশা স্কুল, ২০নং ওয়ার্ড কার্যালয়ে, ১৬নং ওয়ার্ড কার্যালয়ে স্বল্প আয়ের মানুষের মাঝে ঈদ বস্ত্র ও শিশু খাদ্যের ক্রয়ের জন্য নগদ অর্থ বিতরণ করেন।কেসিসি’র কাউন্সিলর মোঃ আনিসুর রহমান বিশ^াস, জেড এ মাহমুদ ডন, শেখ আব্দুর রাজ্জাক, মোঃ আব্দুস সালাম, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, শেখ আমেনা হালিম বেবী, মাহমুদা বেগমসহ আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।