সাতক্ষীরা প্রতিনিধি: উৎসবমূখর পরিবেশে,কঠোর নিরাপত্তা,শান্তিপূর্ন পরিবেশে সাতক্ষীরার সদর উপজেলার আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে চেয়ারম্যান পদে আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া ৩ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৩৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আজ রোববার সকাল ৮ থেকে ভোট গ্রহন শুরু হয়েছে। চলবে বিকাল ৪ টা পর্যন্ত। আলীপুর ইউনিয়নে ১০ টি ভোট কেন্দ্রে ৭২ টি কক্ষে ২৫ হাজার ১১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এজন্য, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সহ আইনশৃংখলা বাহিনীর টহল অব্যহত রয়েছে ।