করোনা মহামারীর সময়ে খুলনাবাসির জন্য ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছেন খুলনা ২ আসনের সংসদ সদস্য, বঙ্গবন্ধুর ভ্রাতুষপুত্র সেখ সালাউদ্দীন জুয়েল। করোনা কালীন সময়ের জন্য খুলনার মধ্যে ২৪ ঘন্টার জন্য এই এ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে। খুলনার অসুস্থ রোগীদের হাসপাতালে যাতায়াতের সুবিদার্থে এই ফ্রি সার্ভিস চালু করা। এ্যাম্বুলেন্সের চালক মোহাম্মদ উজির আলী বলেন, +8801949883773 নাম্বারে ফোন দিলে পৌছে যাবে এ্যাম্বুলেন্স। খুলনা মহানগর যুবলীগের সদস্য শেখ মোহাম্মদ আলী জানান, করোনাকলীন সময়ে খুলনাবাসির পাশে শুরু থেকেই দাঁড়িয়ে আছেন সংসদ সদস্য সেখ সালাউদ্দীন জুয়েল। চিকিৎসা, ত্রাণ কার্যক্রমসহ সকল বিষয় স্থানীয় প্রশাসনকে সাথে নিয়ে সর্বদা বাস্তবায়ন করছেন তিনি। যার ধারাবাহিকতায় এই এ্যাম্বুলেন্স সার্ভিস চালু হলো। প্রয়োজনে ফোন করলেই বাসায় পৌছে যাবে সংসদ সদস্য সেখ সালাউদ্দীন জুয়েল এর এ্যাম্বুলেন্স।
এক ফোনে বাসায় পৌছে যাবে সেখ সালাউদ্দীন জুয়েল এমপির ফ্রি এ্যাম্বুলেন্স
Leave a comment