
জন্মভূমি ডেস্ক : বাগেরহাটের মোংলা বন্দরে একই দিনে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের কয়লা এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে এসেছে দুইটি জাহাজ।
ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে ‘এম ভি লুনা রোসা’ নামে একটি জাহাজ এদিন বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়া-১১নম্বর এ্যাংকোরেজে পৌছায়। বিদেশি এ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক মো. রিয়াজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ৩৪ হাজার ২০০ মেট্রিক টন কয়লা নিয়ে ৯ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া মোয়ারা পন্থাই বন্দর ছেড়ে এসেছে এম ভি লুনা রোসা। এরপর লাইব্রেরিয়ান পতাকাবাহী এ জাহাজটি এদিন বিকেলে মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়া-১১নম্বর এ্যাংকোরেজে ভিড়ে। এরপর জাহাজ থেকে কয়লা খালাসের কাজ শুরু হয়। কয়লা খালাসের সঙ্গে সঙ্গে তা লাইটারেজে করে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটিতে নেওয়া হচ্ছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে রাশিয়ান পতাকাবাহী ‘এমভি ইয়ামাল অরলান’ নামে অপার একটি জাহাজ মোংলা বন্দরে এসেছে। এদিন দুপুরে বন্দরে আসা জাহাজটিতে দুই হাজার ১২১ মেট্রিক টন মালামাল রয়েছে। বিকেল থেকে মালামাল খালাসের কাজ শুরু হয়।
বিদেশি এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স ইন্টার পোর্ট শিপিং এজেন্সি লিমিটেডের খুলনার ম্যানেজার অসীম কুমার সাহা জানান, গত ৩১ আগস্ট রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে এমভি ইয়ামাল অরলাম। জাহাজটিতে থাকা ৬৬৮ প্যাকেজের মালামাল খালাসের কাজ শুরু হয় বিকেল থেকেই। এসব মালামালের বেশিরভাগ সড়কপথে এবং বাকিগুলো নদীপথে নেওয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ডিপোতে।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর রূপপুর পারমাণবিক কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে এসেছিল ‘এমভি স্যাপোডিলা’।