বিজ্ঞপ্তি : বিভাগীয় গণগ্রন্থাগার প্রাঙ্গনে শুরু হওয়া মাসব্যাপী একুশের বই মেলায় ‘বঙ্গবন্ধু কর্নার’ নামে স্টল স্থাপন করেছে মহানগর যুবলীগ। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেলের নির্দেশনায় এই স্টল স্থাপন করেছে মহানগর যুবলীগ। বুধবার বিকালে বই মেলা প্রাঙ্গনে ‘বঙ্গবন্ধু কর্নার’ এর উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশন এর মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক। এ সময় আরো উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাসুদুর রহমান ভূ:া, খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন, নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, যুবলীগ নেতা শওকত হোসেন, মহিদুল ইসলাম মিলন, মসিউর রহমান সুমন, ইলিয়াস হোসেন লাবু, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রাসেল, আসাদুজ্জামান বাবু, জহির আব্বাস, প্রমুখ।
‘বঙ্গবন্ধু কর্নারে’ বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রকাশিত বিভিন্ন গ্রন্থ, বাংলাদেশ, বাংলাদেশ আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু সম্পর্কিত নানা বইসহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের লেখা বই সহ তার সম্পর্কিত বিভিন্ন বই পাওয়া যাবে। নতুন প্রজন্মের সামনে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার পূর্ব ও পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব তুলে ধরতে এই আয়োজন বলছে যুবলীগ নেতৃবৃন্দ।