বিজ্ঞপ্তি : বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিনিয়র এ্যাডভোকেট এস আর ফারুক গত মঙ্গলবার দুপুর আড়াইটায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার দুপুর ২টায় জেলা আইনজীবী সমিতির ১নং হলরুমে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে এক শোক সভা ও দোয়া মাহফিলের অয়োজন করা হয়। সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি এড. শেখ মাসুদ হোসেন রনি এবং সভা পরিচালনা করেন এড. মশিউর রহমান নান্নু ও এড. চৌধুরী তৌহিদুর রহমান তুষার।
সভায় মরহুমের দীর্ঘ ৪০ বছরের আইন পেশায় সম্পৃক্ত থাকাকালীন তাহার জীবনের বহুবিধ গুণ, বর্নাঢ্য জীবন ও প্রতিভার সম্পর্কে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন, এড. গাজী আব্দুল বারী, এড. মোল্লা বজলার রহমান, এড. আব্দুল মালেক, এড. শেখ আব্দুল আজিজ, এড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, এড. আনছার উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা এড. আ. ফ. ম. মহসীন, এড. লতিফুর রহমান লাবু, এড. বেগম আক্তার জাহান রুকু, এড. আবুল খায়ের, এড. মঞ্জুর আহম্মেদ, এড. জিল্লুর রহমান, এড. মোহাম্মদ ইউনুস, এড. শেখ নুরুল হাসান রুবা, এড. মোল্লা মোহাম্মদ মাসুদ রশিদ, এড. সত্য গোপাল ঘোষ, এড. এ টি এম মনিরুজ্জামান মুরাদ, এড. শফিকুল ইসলাম জোয়ার্দার খোকন, এড. কানিজ ফাতেমা আমিন, এড. তছলিমা খাতুন ছন্দা, এড. এ. কে. এম. শহিদুল আলম শহীদ, এড. মাহফুজুর রহমান মফিজ, এড. শেখ আলফাজ হোসেন, এড. মোহাম্মদ আলী বাবু, এড. এস, এম, ইমদাদুল হক হাসিব, এড. কাজী খালিদ হাসান জনি, এড. মুনজিল আলী, এড. এহতেশামুল হক জুয়েল, এড. আবু হুরায়রা সোহেল, এড. জাহিদুজ্জামান, এড. জয়দেব সরকার, এড. শফিউল আলম তুতি, এড. তৌহিদুজ্জামান, এড. সাইফুর রহমান সুমন, এড. মুস্তাকুজ্জামান মুক্ত, এড. আসফাক আহম্মেদ পারভেজ প্রমুখ।উক্ত শোক সভায় মরহুমের একমাত্র পুত্র ইঞ্জিঃ বেনজীর শাহ শোভন তাহার পিতার কর্মময় জীবন ও পারিবারিক জীবন সম্পর্কে আলোচনা করেন।