পিরোজপুর প্রতিনিধি : বাংলাদেশ বার কাউন্সিলের সাধারণ আসনের সদস্য নির্বাচিত হওয়ায় পিরোজপুরের কৃতি সন্তান এডভোকেট মোঃ নজুরুল ইসলাম খানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে পিরোজপুর জেলা আইনজীবী সমিতির পক্ষে থেকে। বুধবার সকালে পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি সরদার ফারুক আহম্মেদ, সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক খান বাদশা, এডভোকেট শাহ আলম, সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলীপ কুমার মাঝি, সাবেক সম্পাদক মোহাম্মদ আউয়াল, এডভোকেট সৈয়দ আশিক আহম্মেদ, এডভোকেট লুৎফি আল ফেরদৌস রুমি সহ ফোরামের সদস্যরা ফুলের মালা দিয়ে অভিনন্দন জানান তাকে।