ক্রীড়া প্রতিবেদক : সৌদি আরবের আল হিলালে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পের জন্য পিএসজিকে ৩০ কোটি ইউরো প্রস্তাব করেছে।
যা বাংলাদেশি টাকায় যার পরিমাণ দাঁড়ায় ৩ হাজার ৬২৭ কোটি ৭৫ লাখ ৪৫ হাজার ৫৪০ টাকা। তিনি এই প্রস্তাবে রাজি হলেই বিশ্বরেকর্ড গড়বেন বলে জানিয়েছে ফরাসি দৈনিক লেকিপ ও বার্তা সংস্থা এএফপি।
এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের আল হিলালের প্রস্তাবে রাজি হলে ফ্রেঞ্চ সুপারস্টার এমবাপ্পে সবচেয়ে বেশি টাকায় বিক্রি হওয়া ফুটবলার হবেন। ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের দখলে আছে এই রেকর্ডটি। রাজি হলেই নেইমারের এই রেকর্ডটি ভেঙে দিবেন এমবাপ্পে। প্রতিবেদনে আরও বলা হয়, আল হিলালের ফুটবলারকে অবিশ্বাস্য প্রস্তাবে রাজি হয়ে এমবাপ্পের সঙ্গে দলবদল নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলার জন্য অনুমতি দিয়েছে পিএসজি।
তবে দ্য অ্যাথলেটিকসের এক প্রতিবেদনে বলা হয়, এমবাপ্পেকে পেতে শুধু আল হিলালই নয়, আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, বার্সেলোনা, ইন্টার মিলান ও টটেনহাম হটস্পার। কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি ক্লাবগুলো।