
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় চহেড়া এসকে দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটিতে রুদাঘরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এম আলমগীর আলম শাহিন সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল রোববার উপজেলা সমাজসেবা কার্যালয়ে সর্বসম্মতিক্রমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন সমাজ সেবা অফিসার ও প্রিজাইডিং অফিসার সুব্রত কুমার বিশ্বাস। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ঘোষিত তফসিল অনুযায়ী গত বুধবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় অভিভাবক সদস্য হিসেবে মোঃ ইসমাইল হোসেন গোলদার, শরিফুল ইসলাম জোয়াদ্দার, লাভলু জোয়াদ্দার, লাভলু মোল্লা ও নার্গিস বেগম নির্বাচিত হন।

