
ফুলতলা প্রতিনিধি: ওয়ার্কার্স পার্টির নেতার মাতা এবং কলেজ শিক্ষকের মৃত্যুবাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ফুলতলা শাখার সভাপতি ও রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজের শিক্ষক সন্দিপন কুমার রায়ের মাতা তোলা রানী রায় (৯০) বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার দিবাগত রাত ৩টায় বেনেপুকুরস্থ নিজ বাড়িতে মৃত্যু হয়। বুধবার দুপুরে ফুলতলা ক্যাশখোলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি ৩ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয় স্বজন রেখে যান। এ সময় উপস্থিত ছিলেন জেলা ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক কম. আনছার আলী মোল্যা, গাজী নওশের আলী, ফুলতলা শাখার সাধারণ সম্পাদক আরিফুজ্জামান বাবলু, আঃ হামিদ মোড়ল, প্রভাষক গৌতম কুন্ডু, জাহাঙ্গীর আলম, সীতা রানী, ফুলতলা রি-ইউনিয়ন স্কুলের অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তী, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ^াস, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, আনন্দ কুমার স্বর, সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, সমাজ সেবক বিনয় কৃষ্ণ বিশ^াস প্রমুখ। এ ছাড়া ফুলতলা সরকারি মহিলা কলেজের রসায়ণ বিভাগের সহকারী অধ্যাপক পরিমল কুমার রায় বুধবার সকাল ৮ টায় খুলনার একটি ক্লিনিকে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কলেজ অধ্যক্ষ সমীর কুমার ব্রক্ষ্ম, সহকারী অধ্যাপক উল্লাসিনী সরকার, প্রভাষক গৌতম কুন্ডু, জাহাঙ্গীর আলম, হাবিবুর রহমান, ইলা মন্ডল, সালমা আক্তার, জোহরা খাতুন প্রমুখ।