ক্রীড়া প্রতিবেদক : আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন সংযুক্ত আরব আমিরাতে। ১১ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের শেষ ম্যাচ। জানা যায়, ওইদিনই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সিরিজে টাইগার পেসার মুস্তাফিজের পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
জানা যায়, ক্যারিবিয়ান সফরে যেতে চাচ্ছেন না ফিজ। যার জন্য বিসিবিকে ইতোমধ্যে ছুটির দরখাস্তও দিয়েছেন তিনি। কারণ হিসেবে টাইগার এই পেসার জানিয়েছেন, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটির আবেদন। বিসিবির একটি সূত্র দেশের বেশ কছু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ফিজের ব্যাপারে বোর্ড থেকে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলেও, জানা যায়।
জাতীয় দলের এক নির্বাচক দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন, ‘মোস্তাফিজের পারিবারিক কারণে যে ছুটি দরকার, সে বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টেস্ট দল ঘোষণার পর।’
আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের সফর। সে অনুযায়ী আগামী ৮, ১০ ও ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ওয়ানডে। এরপর রয়েছে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজ খেলতে বাংলাদেশের ক্রিকেটাররা রওনা দিবে দুবাই থেকে। সেক্ষেত্রে, আফগান সিরিজ খেলতে থাকা ক্রিকেটারদের সঙ্গে দুবাই এসে যোগাদেব টেস্ট দলসহ বাকি অনন্যরা।
ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্ট শুরু ২২ নভেম্বর ও দ্বিতীয় টেস্ট ৩০ নভেম্বর শুরু। ওয়ানডে সিরিজ শুরু ৮ ডিসেম্বর, টি-টোয়েন্টি সিরিজ শুরু ১৬ ডিসেম্বর থেকে। মুস্তাফিজ টেস্ট না খেলায় এই ৬ ম্যাচ তাকে পাবে না টাইগাররা, আর বোর্ড যদি তার ছুটি বিবেচনায় নিয়ে থাকে সেক্ষেত্রে ক্যারিবিয়ান সফর খেলা হবে না ফিজের।