জন্মভূমি ডেস্ক : কঙ্গোর উত্তর পূর্বাঞ্চলে একটি নদীতে ফেরি ডুবে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও শতাধিক মানুষ। যাত্রীদের সবাই বড়দিন উপলক্ষে বাড়ি ফিরছিলেন। খবর এএফপির।
স্থানীয় সময় শনিবার (২১ ডিসেম্বর) গভীর রাতে বুসিরা নদীতে এই ফেরি ডুবির ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা নিখোঁজ বাকিদের খোঁজ করছেন। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে নৌকাডুবির ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে। ওই ঘটনার চারদিনেরও কম সময়ের মধ্যে এবার ফেরি ডুবির ঘটনা ঘটল।
ঘটনাস্থলের কাছে নদী তীরবর্তী শেষ শহর ইনজেন্দের। শহরের মেয়র জোসেফ কঙ্গোলিঙ্গোলি জানিয়েছেন, ফেরির যাত্রীদের বেশিরভাগই ব্যবসায়ী ছিলেন। বড়দিন উপলক্ষে তারা বাড়ি ফিরছিলেন।
কঙ্গোর কর্মকর্তারা প্রায়ই নৌকা বা ফেরিতে অতিরিক্ত যাত্রী বোঝাই না করার জন্য সতর্ক করে থাকেন। এই ব্যাপারে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। তাও প্রত্যন্ত অঞ্চলের লোকটা আইন মানেন না।
কঙ্গোতে ফেরি ডুবে ৩৮ জনের মৃত্যু, নিখোঁজ শতাধিক
Leave a comment