জন্মভূমি রিপোর্ট : দিন মজুরী না দেয়ায় মা ও প্রতিবন্ধী ছেলেকে মারপিট করেছে স্থানীয় সন্ত্রাসী হান্নান মৃধা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছোট গজালিয়া গ্রামের ব্রীজ সংলগ্ন চায়ের দোকানের পাশে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা মা-ছেলেকে উদ্ধার করে কচুয়া হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন, প্রতিবন্ধী মামুন মৃধা (১৮) উপজেলার গজালিয়া গ্রামের জব্বার মৃধার ছেলে ও মামুন মৃধার মা সুফিয়া বেগম(৪৫)।
আহতরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছোট গজালিয়া গ্রামের ব্রীজ সংলগ্ন চায়ের দোকানের পাশে একই গ্রামের জলিল মৃধার ছেলে হান্নান মৃধার (৩২) দিন মজুরের কাজ না করায় ক্ষিপ্ত হয়ে মামুন মৃধাকে মারপিট করে। পরে তার মা সুফিয়া বেগম বাড়ী থেকে বের হলে তাকেও মারপিট করে। হামলাকারী হান্নান মৃধা (৩২) উপজেলার গজালিয়া গ্রামের জলিল মৃধার ছেলে।