কপিলমুনি প্রতিনিধিঃ কপিলমুনি প্রেসক্লাবে এক জরুরী সভায় আব্দুর রাজ্জাক রাজুকে আহবায়ক ও আমিনুল ইসলাম বজলুকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কপিলমুনি প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সহ-সভাপতি মুন্সী রেজাউল করিম মহব্বত এর সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজুর পরিচালনায় এ জরুরী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ শামছুল আলম পিন্টুকে নৈতিক স্থলনের দায়ে গঠনতন্ত্র অনুযায়ী ক্লাবের সদস্য পদ থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।গঠিত আহবায়ক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন, এস এম আব্দুর রহমান, এইচ এম শফিউল ইসলাম ও এ কে আজাদ। জরুরী সভায় সকল সদস্যের উপস্থিতে সর্বসম্মতিক্রমে উপরোক্ত সিন্ধান্ত গ্রহন করা হয়েছে।